ভলান্টিয়ার ফর বাংলাদেশ সব সময়েই চেস্টা করে নতুন কিছু করার। এরই পরিপ্রেক্ষিতে ঈদ উল ফিতর -২০২২ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ফরিদপুর জেলার ভলান্টিয়াররা ফরিদপুরের মুন্সীবাজারে অবস্থিত বেদে পল্লী তে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজন করে ইভেন্ট *মেহেদী হাতে ঈদ উৎসব (ঈদ-উল-ফিতর পর্ব)।



উক্ত ইভেন্টে ভলান্টিয়াররা সহ অন্য অংশগ্রহনকারী গন ও অংশগ্রহন করে।