দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার পর এবার টেস্টের মিশনে নামলো বাংলাদেশ ক্রিকেট দল। দারুণ এক আশা নিয়ে নিয়ে টেস্টে আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকা ওয়ানডে গতিতে রান তুলতে থাকে। কিন্তু পরে দ্রুত দুই উইকেট ফেলে দিয়ে রানের গতি কিছুটা কমাতে সক্ষম হলেও দিন শেষে মাত্র ৪ উইকেট নিতে সক্ষম হয় বাংলাদেশের বোলাররা। আলোর সল্পতার কারণে প্রথম দিনের খেলা ৭৬.৫ ওভার পরেই সমাপ্তি টানেন দুই আম্পায়ার।
এই সময় দক্ষিন আফ্রিকা ৪ উইকেট হারিয়ে করে ২৩৩ রান। বাংলাদেশের পক্ষে খালেদ, মিরাজ ও ও এবাদত একটি করে উকেট পয়েছেন।
দক্ষিণ আফ্রিকার এলগার করেছেন ৬৭ রান। ফর্মে থাকা পিটারসনকে রান আউট হয়েছেন ১৯ রান করে।
তেপটের পিড়ার কারণে দল থেকে ছিটকে পেড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
আগামী কাল নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।