কোভিড-১৯ মহামারিতে চীনের অর্থনীতি বেশ চাপে। এর মধ্যেই কয়েক সপ্তাহ ধরে দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে। দেশটির ২ কোটি ৬০ লাখ বাসিন্দার সাংহাই শহরটি ইতিমধ্যে গত সোমবার থেকে দুই সপ্তাহের লকডাউনে চলে গেছে। বন্ধ হয়ে গেছে সেতু, টানেল। করোনা সংক্রমণ কমাতে বিভিন্ন সড়কে মানুষজনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। চীন ইতিমধ্যে বিভিন্ন শহরে কঠোর কোভিড নিয়মকানুন জারি করে পরিচিতি পেয়েছে। করোনা নিয়ন্ত্রণে উদ্ভাবনী কৌশলও কুড়িয়েছে প্রশংসা।বিজ্ঞাপন
সম্প্রতি সাংহাই শহরের রাস্তায় একটি রোবট কুকুরের টহল দেওয়ার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই কুকুরের পিঠে বেঁধে দেওয়া মাইকে করে করোনাভাইরাসের বিষয়ে মানুষজনকে সতর্ক করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরিক ফাইগেল-ডিং নামের এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে শিরোনাম দিয়েছেন, লকডাউনে সাংহাইয়ের রাস্তায় রোবট ঘুরে বেড়াচ্ছে এবং জনগণকে স্বাস্থ্যবিষয়ক ঘোষণা শোনাচ্ছে। কেউ কেউ এ ধরনের আয়োজনকে ভীতিকর বলে উল্লেখ করেছেন। কেউ কেউ আবার চার পায়ের এ রোবট কুকুরের প্রশংসাও করেছেন।