রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে আজ বসেছে তারার হাট। চলছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০। এখানে বিভিন্ন শাখায় ২৮ জন শিল্পী ও কলাকুশলীর হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নারীদের বেশির ভাগেরই পরনে বিভিন্ন রকমের শাড়ি, আর পুরুষেরা বেছে নিয়েছেন সবচেয়ে নিরাপদ বাঙালি পোশাক, সাদা পাঞ্জাবি। যাঁরা পাঞ্জাবি পরেননি, তাঁরা পরেছেন শার্ট, প্যান্টের ওপর চাপিয়েছেন কোট। দেখে নেওয়া যাক সেখানকার কয়েকটি ছবি।




